Site icon Jamuna Television

৭০ শতাংশের বেশি ভোট গণনা শেষ, এগিয়ে এরদোগান

ছবি: সংগৃহীত

তুরস্কে প্রেসিডেন্ট নির্বাচনে সর্বশেষ প্রাপ্ত ফলাফল অনুসারে এগিয়ে রয়েছেন বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। খবর আল জাজিরা’র।

এখন পর্যন্ত গণনা করা ৭৩ শতাংশ ভোটের মধ্যে ৫০.৮ শতাংশ ভোট পেয়ে প্রধান প্রতিপক্ষ কিলিচদারগলু চেয়ে এগিয়ে আছেন এরদোগান। কামাল কিলিচদারগলু পেয়েছেন ৪৩.৪ শতাংশ ভোট।

ভোটারদের জন্য দেশে মোট এক লাখ ৯১ হাজার ৮৮৫টি ব্যালট বাক্স স্থাপন করা হয়েছিল। প্রতিটি ভোটার দু’টি ব্যালট পেপার জমা দিয়েছেন একটি প্রেসিডেন্ট এবং অন্যটি সংসদ সদস্যদের জন্য। তারা পাঁচ বছরের মেয়াদে কাজ করবেন।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

৬৪.১ মিলিয়নেরও বেশি লোক ভোট দেয়ার জন্য নিবন্ধিত হয়েছিলেন, যার মধ্যে ১.৭৬ মিলিয়নেরও বেশি লোক বিদেশ থেকে তাদের ভোট দিয়েছেন এবং ৪.৯ মিলিয়ন লোক প্রথমবার ভোটার ছিলেন।

/এনএএস

Exit mobile version