Site icon Jamuna Television

মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশের পর পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি:

কুষ্টিয়ার মিরপুর উপজেলার চার মাইল এলাকার মেডিকেলে ভর্তিচ্ছু এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (১৪ মে) বিকেলে নিজ বাড়ি থেকে ওই ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শিক্ষার্থীর নাম হাফসা (১৯)। সে কুষ্টিয়া সরকারি কলেজের বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়ে এইচএসসি পাস করেছে৷

পারিবারিক সূত্রে জানা গেছে, সম্প্রতি অনুষ্ঠিত মেডিকেল ভর্তি পরীক্ষায় ভালো করেনি হাফসা। এরপর থেকেই তার মন খারাপ ছিল তার। পরিবারের লোকজন তাকে অনেক বোঝানোর পরও তার মন ভালো হয়নি। সবশেষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ শেষে গতকাল কুষ্টিয়ায় ফিরে আসে হাফসা। এরপর রোববার বিকেলে নিজ ঘরে ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।

হাফসার আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন তার বড় ভাই কাওসার। তিনি বলেন, মেডিকেলে চান্স না পাওয়ায় মানসিকভাবে ভেঙে পড়েছিল আমার ছোট বোন। আমরা তাকে অনেক বুঝিয়েছি। এরপরও কেন সে এমন করল বুঝতে পারছি না।

এটিএম/

Exit mobile version