Site icon Jamuna Television

কানাডায় দাবানল, অ্যালবার্টা প্রদেশের ৮৭টি স্থানে জ্বলছে আগুন

কানাডার অ্যালবার্টা প্রদেশে নিয়ন্ত্রণহীনভাবে ছড়াচ্ছে দাবানল। কমপক্ষে ৮৭টি স্থানে জ্বলছে আগুন। নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে প্রায় ২০ হাজার মানুষকে। এরই মধ্যে পুড়ে গেছে ৫ লাখ হেক্টরের বেশি বনভূমি এলাকা। খবর সিএনএনের।

রোববার (১৪ মে) এক সংবাদ সম্মেলনে প্রাদেশিক তথ্য কর্মকর্তা জানান, নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি অন্তত ২৪টি স্থানের দাবানল। অঞ্চলগুলোয় সর্বোচ্চ সতর্কতার নির্দেশনা দেয়া হয়েছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের কয়েকশ’ কর্মী। স্বেচ্ছাসেবী হিসেবেও কাজ করছে অনেকে। উদ্ধারকাজে যোগ দিয়েছে সেনাবাহিনী।

প্রদেশটির পূর্ব অংশে আবাসিক এলাকাতেও ছড়িয়েছে আগুন। পুড়ে গেছে ১৪টি বাড়ি। উচ্চ তাপমাত্রা ও শুষ্ক আবহাওয়ায় আগুনের তীব্রতা বাড়তে পারে বলেও শঙ্কা জানানো হয়।

এটিএম/

Exit mobile version