Site icon Jamuna Television

শিশুকন্যাকে শ্বাসরোধে হত্যার পর বাবা’র আত্মহত্যার চেষ্টা

পাবনা প্রতিনিধি
পাবনার ঈশ্বরদীতে নিজের ১৪ মাস বয়সী কন্যাসন্তানকে শ্বাসরোধে হত্যার পর আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন বাবা।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, ঈশ্বরদী ইসলামিয়া সাইন্স এন্ড টেকনোলজি কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের পরিবার নিয়ে বাস করতেন ঈশ্বরদীর শেরশাহ রোড এলাকায়। আজ সকালে মেয়ে কারিমা আক্তারকে নিয়ে বাজারে যান তিনি। তারপর থেকে তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। কয়েকজন শিক্ষক কলেজের আসার পর অধ্যক্ষ আব্দুল কাদেরের লেখা চিরকুট দেখে পুলিশকে জানানো হয়। পরে পুলিশ গিয়ে কলেজের পানির ড্রামের ভেতর থেকে শিশুকন্যার মরদেহ উদ্ধার করে। আর কলেজ ভবনের পাশ থেকে অজ্ঞান অবস্থায় বাবা কাদেরকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশের ধারণা, মেয়েকে পানির ড্রামে ফেলে হত্যার পর নিজে বিষপান করে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন বাবা। কিন্তু কি কারণে এ ঘটনা, তা জানতে পারেনি পুলিশ। তবে ঘটনা তদন্তে কাজ শুরু করেছে আইন শৃঙ্খলা বাহিনী।

Exit mobile version