কেনিয়ায় স্বর্গ প্রাপ্তির আশায় ধর্মগুরুর পরামর্শে অনাহারে স্বেচ্ছামৃত্যুর ঘটনায় আরও ২২টি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। চাঞ্চল্যকর এই ঘটনায় এ পর্যন্ত ২০১ জনের প্রাণহানি নিশ্চিত হলো। এ ঘটনায় সন্দেহভাজন আরও একজনকে আটক করা হয়েছে। এই নিয়ে মোট গ্রেফতারকৃতের সংখ্যা দাঁড়ালো ২৬ জনে। খবর গাল্ফ নিউজের।
দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শাকাহোলা বনে অগভীর কবর খুড়ে বের করে আনা হয় এসব মরদেহ। এখনও নিখোঁজ রয়েছেন কয়েকশ’ মানুষ। আরও মরদেহের সন্ধানে গহীন বনে কবর খুঁড়ে চলছে অনুসন্ধান।
অঞ্চলটিতে গত শুক্রবারও ১২ শিশুসহ ২৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। গত মাসের মাঝামাঝি সময়ে গোপন খবরের ভিত্তিতে বনের মাঝে গণকবরের সন্ধান পায় পুলিশ। তদন্তে বেরিয়ে আসে, ভক্তদের না খেয়ে স্বেচ্ছামৃত্যুতে প্ররোচনা দেন যাজক ম্যাকেঞ্জি। শিশু মৃত্যুর ঘটনায় জড়িত থাকার অভিযোগে গত মার্চেই আটক হয়েছিলেন তিনি।
এসজেড/

