Site icon Jamuna Television

ভোলায় গৃহবধূকে কুপিয়ে হত্যা

ভোলা প্রতিনিধি:

ভোলায় কুলসুম বেগম নামে এক গৃহবধূকে বসতঘরে কুপিয়ে হত্যা দুর্বৃত্তরা। সোমবার (১৫ মে) সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি তদন্ত করে ও লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নিহত কুলসুম বেগম ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাজি বাড়ির মো. তছির মাঝি স্ত্রী।

স্থানীয়রা জানান, নিহতের স্বামী একটি মারধরের মামলার আসামি হওয়ায় বেশ কয়েকদিন ধরে শ্বশুর বাড়িতে পালিয়ে রয়েছেন। আর কুলসুম তার তিন সন্তান নিয়ে স্বামীর বাড়ি রয়েছেন। গতকাল রোববার কুলসুম তার দুই শিশু সন্তান নিয়ে ঘরে ঘুমিয়ে ছিলেন। আর বড় ছেলে নদীতে মাছ শিকার করতে যান। আজ সোমবার সকালের দিকে স্থানীয়রা কুলসুমের ঘর থেকে শিশুদের কান্নার শব্দ পেয়ে ছুটে গিয়ে কুলসুমের লাশ দেখতে পেয়ে চিৎকার করেন। পরে নিহতের বড় ছেলে হানিফ খবর পেয়ে পুলিশকে খবর দেন।

ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. গোলাম মোস্তফা বলেন, নিহেরত বড় ছেলে হানিফ আমাদের খবর দিলে আমরা ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করেছি। কুলসুম বেগমের শরীরে ধারালো কোনো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। তবে কী কারণে এমন হত্যাকাণ্ড ঘটেছে সেটি আমরা তদন্ত করে যাচ্ছি।

এটিএম/

Exit mobile version