Site icon Jamuna Television

৬০ ঘণ্টা বন্ধ থাকার পর চাঁদপুর নৌরুটে লঞ্চ চলাচল স্বাভাবিক

স্টাফ করেসপনডেন্ট, চাঁদপুর:

ঘূর্ণিঝড় মোখা পরিস্থিতি মোকাবেলায় ৬০ ঘণ্টা বন্ধ থাকার পর চাঁদপুর থেকে চলাচলকারী সকল নৌরুটে লঞ্চ চলাচল শুরু হয়েছে। সোমবার (১৫ মে) সকাল সাড়ে ৯টা ১৫ মিনিট থেকে লঞ্চ চলাচল স্বাভাবিক হয়। বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর নদী বন্দর কর্মকর্তা মো. শাহাদাত হোসেন।

এর আগে বঙ্গোপসাগরের সৃষ্ট ঘূর্ণিঝড় মোখায় বাংলাদেশ আবহাওয়া অধিদফতর চাঁদপুরে ৮ নম্বর মহাবিপদ সংকেত জারি করে। আর ঘূর্ণিঝড়ের প্রভাবে নৌ-পথের দুর্ঘটনা এড়াতে গত শুক্রবার (১২ মে) রাত ১০টা থেকে চাঁদপুর লঞ্চ টার্মিনাল থেকে ঢাকা, নারায়ণগঞ্জ, ভোলা, মুন্সিগঞ্জ, শরিয়তপুর, লক্ষ্মীপুরসহ সকল রুটে লঞ্চ চলাচল বন্ধ করে বিআইডব্লিইটিএ।

চাঁদপুর নদী বন্দর কর্মকর্তা মো. শাহাদাত হোসেন জানান, বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড় মোখা বাংলাদেশের উপকূল অতিক্রম করে যাওয়ায় এবং আবহাওয়া সংক্রান্ত প্রতিকূল পরিস্থিতি পূর্বের তুলনায় স্বাভাবিক হওয়ায় বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যানের নির্দেশনা মোতাবেক প্রায় ৬০ ঘণ্টা পর নৌ পথের লঞ্চ চলাচল পুনরায় শুরু করা হয়েছে।

এটিএম/

Exit mobile version