ঘূর্ণিঝড় মোখার বয়ে নিয়ে আসা জলীয় বাষ্প এবং উত্তর-পশ্চিমাঞ্চলের উষ্ণ তাপের সংমিশ্রণের ফলে আগামী কয়েকদিন বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা আছে। ময়মনসিংহ, ঢাকা, সিলেট, চট্টগ্রামসহ কয়েকটি স্থানে এই বৃষ্টির সঙ্গে শিলা পড়ারও সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
সোমবার (১৫ মে) সকালে আবহাওয়া অফিস জানায়, ঘূর্ণিঝড় মোখার কারণে দেয়া সব ধরনের সতর্কতা সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। তবে মাছ ধরার ট্রলারসহ অন্যান্য জলযানকে গভীর সমুদ্রে না যেতে বলা হয়েছে।
আবহাওয়া অফিস জানায়, দক্ষিণাংশে ঘূর্ণিঝড়ের ফলে গতকাল কিছুটা বৃষ্টি হলেও দেশের অন্যান্য স্থানে তাপমাত্রা বেশি ছিল। আগামী কয়েক দিনও রংপুর, রাজশাহী বিভাগ এবং যশোর-কুষ্টিয়া এলাকায় তাপমাত্রা বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
ইউএইচ/

