ঘূর্ণিঝড় মোখায় ২ হাজার ঘরবাড়ি সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে। এরমধ্যে সেন্টমার্টিনে ১২শ’ ঘর বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।
সোমবার (১৫ মে) দুপুরে সচিবালয়ে ঘূ্র্ণিঝড় মোখা নিয়ে ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান। বলেন, ঘূর্ণিঝড়ে আংশিক বিধ্বস্ত হয়েছে ১০ হাজার ঘরবাড়ি। আক্রান্ত এলাকায় যোগাযোগ ও বিদুৎ ব্যবস্থা এখন সচল আছে। আশ্রয়কেন্দ্র ছেড়ে দুর্গতরা তাদের ঘরবাড়িতে চলে গেছে।
ডা. এনামুর রহমান আরও বলেন, যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের ঘরবাড়ি মেরামত করতে টিন ও নগদ অর্থ সহায়তা দেয়া হবে। এছাড়া কৃষিতে ক্ষতিগ্রস্তরা কৃষি মন্ত্রণালয় থেকে সহায়তা পাবেন। রাস্তাঘাট ও বিদ্যুৎ মেরামত করে দেবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো।
/এমএন

