সরকারের সদিচ্ছা না থাকলে একার পক্ষে জাতীয় নির্বাচন সুষ্ঠু করা সম্ভব না, এমন মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
সোমবার (১৫ মে) সকালে জাতীয় পার্টির প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। সিইসি বলেন, স্থানীয় সরকার নির্বাচনে পুলিশ প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করছে। জাতীয় নির্বাচনে এমন অবস্থান না-ও থাকতে পারে। তাই প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে সুষ্ঠু ভোট নিশ্চিত করার আহ্বান জানান রাজনৈতিক দল ও প্রার্থীদের।
এর আগে, সিইসির সাথে বৈঠক শেষে সরকারি দলের প্রার্থীর পক্ষে কাজ করার অভিযোগে বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তাকে প্রত্যাহারের দাবি জানান জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু।
/এমএন

