স্বাধীনতার পর দীর্ঘ সময়ে দেশ এগিয়েছে, দারিদ্র্যও কমেছে। কিন্তু বৈষম্য কমছে না। আইএমএফের ঋণের কারণে সংস্কার বাস্তবায়ন করতে গিয়ে গ্রাম ও শহরের এই ব্যবধান আরও বাড়ছে বলে অভিযোগ করেন সেন্টার পর পলিসির (সিপিডি) সম্মানিত ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য।
সোমবার (১৫ মে) সকালে বিদেশি সংস্থান ঋণ নিয়ে সিপিডির আলোচনায় এই অভিযোগ করেন তিনি। এতে আলোচকরা বলেন, আইএমএফ এর শর্ত পালন করতে গিয়ে সাধারণ মানুষ ঝুঁকিতে পড়ছে। ঋণ দেয়ার ক্ষেত্রে সংস্থাটি একক নিয়ন্ত্রণ তৈরি করেছে। কিন্তু এই অর্থায়ন পাবার আগে সম্ভাব্য ভুক্তভোগীদের সাথে কোনো আলোচনাই হয়নি। তাই উন্নয়ন হলেও তার সুফল পাচ্ছে না দেশের সব মানুষ। উন্নয়ন আকাঙ্খার প্রতিশ্রুতি ও বাস্তবায়ন, দুটিই কমেছে।
এ অবস্থায় কৃচ্ছতাসাধন করলে পিছিয়ে পড়া মানুষ আরও বেশি সংকটে পড়বে বলে জানান আলোচকরা। এ সময় পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান দাবি করেন, ঋণ দেয়ার ক্ষেত্রে আইএমএফ কোনো শর্ত দেয়নি।
/এমএন

