Site icon Jamuna Television

এভারটনকে হারিয়ে শিরোপার দুয়ারে ম্যানসিটি

ছবি: সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগে চলছে ম্যানচেস্টার সিটির জয়ের ঝাণ্ডা। চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের মহারণের আগে নিজেদের বেশ ভালোভাবেই ঝালিয়ে নিলো পেপ গার্দিওলার শিষ্যরা। জার্মান তারকা ইলকাই গুন্দোগানের জোড়া গোলে এভারটনকে ৩-০ ব্যবধানে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। জয়ে শিরোপার দুয়ারে চলে এলো পেপ গার্দিওলার দল। লিগ শিরোপা জিততে সিটিজেনদের দরকার আর মাত্র ৩ পয়েন্ট।

নিজেদের ঘরের মাঠ গুডিসন পার্ক স্টেডিয়ামে ম্যানচেস্টার সিটিকে আতিথ্য জানায় এভারটন। ম্যাচের প্রথমার্ধেই এগিয়ে যায় সিটিজেনরা। ৩৬ মিনিটে প্রথম গোল করেন তারকা মিডফিল্ডার গুন্দোগান। ৩৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ম্যানচেস্টার সিটির গোলমেশিন আর্লিং হাল্যান্ড। গুন্দোগানের বাড়ানো বলে হেডে মৌসুমের ৩৬তম গোলের দেখা পান নরওয়ের স্ট্রাইকার। প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় সফরকারীরা।

ছবি: সংগৃহীত

বিরতির পর গুন্দোগান দলের তৃতীয় ও নিজের জোড়া গোল পূর্ণ করেন। বক্সের বাইরে ফিল ফোডেন ফ্রি কিক আদায় করেন। ৫১ মিনিটে জার্মান মিডফিল্ডারের বাঁকানো শটে এভারটনের রক্ষণদেয়ালের ওপর দিয়ে বল জালে জড়ায়। ম্যাচের বাকি সময়ে আর তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি কেউ। ফলে ৩-০ গোলের ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে পেপ গার্দিওলার শিষ্যরা।

ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়নস লিগের সেমি-ফাইনালের ফিরতি লেগে আগামী বুধবার (১৭ মে) ইতিহাদ স্টেডিয়ামে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে সিটি। তার আগে প্রস্তুতিটা ভালোই হলো ইংলিশ চ্যাম্পিয়নদের।

/আরআইএম


Exit mobile version