জলবায়ু পরিবর্তন একটা বৈশ্বিক সমস্যা। বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এতে বাংলাদেশের কোনো দায় নেই বলে জানিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
সোমবার (১৫ মে) জাতীয় সংসদের পার্লামেন্ট মেম্বার্স ক্লাবের এক কর্মশালায় তিনি এ কথা জানান। এ সময় জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলার জন্য ধনী দেশগুলো থেকে ক্ষতিপূরণ আদায় করতে সকলকে সোচ্চার হওয়ার আহ্বান জানান শিরীন শারমিন চৌধুরী।
স্পিকার বলেন, জলবায়ু পরিবর্তনে জনগণকে সচেতন করার জন্য লিফলেট বিতরণ করতে হবে। শব্দ দূষণ, বায়ু দূষণ, অত্যাধিক তাপদাহের কারণসহ বিভিন্ন বিষয়ে জনগণকে সচেতন করতে সংসদ সদস্যগণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন বলেও জানান স্পিকার।
/এমএন

