Site icon Jamuna Television

জামিন পেলেন ইমরান খানের স্ত্রী বুশরা বিবি

একটি দুর্নীতির মামলায় জামিন পেয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবি। লাহোরের একটি আদালত ২৩ মে পর্যন্ত তাকে জামিন দিয়েছেন। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

সোমবার (১৫ মে) লাহোরের একটি আদালত ইমরানের স্ত্রীকে আগামী ২৩ মে পর্যন্ত জামিন দেন। এর আগে একই মামলায় গ্রেফতার হওয়া ইমরান খান দুই সপ্তাহের জামিন পেয়েছিলেন।

বুশরার আইনজীবী ইন্তিজার হোসেন পাঞ্জুথা জানান, আমরা আল-কাদির ট্রাস্ট মামলায় বুশরা বিবির জন্য প্রতিরক্ষামূলক জামিনের জন্য অনুরোধ জানিয়েছিলাম। লাহোর হাইকোর্টের দুই বিচারপতির বেঞ্চ ২৩ মে পর্যন্ত জামিন মঞ্জুর করেছেন।

ইমরান খানকে একই মামলায় গত সপ্তাহে দেশের দুর্নীতিবিরোধী সংস্থা গ্রেফতার করেছিল, যা পাকিস্তানজুড়ে সহিংস বিক্ষোভের প্ররোচনা দেয়। পরে তিনি মুক্তি পান এবং ইসলামাবাদের একটি আদালত থেকে দুই সপ্তাহের জন্য জামিন পান। ইমরানের স্ত্রী বুশরা বিবিকে এই মামলায় খানের সাথে সহ-অভিযুক্ত করা হয়েছিল। মামলাটি আল-কাদির বিশ্ববিদ্যালয় স্থাপনে আর্থিক দুর্নীতির অভিযোগের সঙ্গে সম্পর্কিত, তারা দু’জন যার ট্রাস্টি।

ইউএইচ/

Exit mobile version