Site icon Jamuna Television

‘সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ আবারো ক্ষমতায় আসবে’

সুষ্ঠু ভোট হলে আসছে জাতীয় সংসদ নির্বাচনে আবারও আওয়ামী লীগই জিতবে বলে মনে করেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। আর সে জয় সুনিশ্চিত জেনেই বিএনপি নানান ষড়যন্ত্রে নেমেছে বলে অভিযোগ তার।

জাতীয় পাটি-জেপি’র এক আলোচনায় এসব কথা বলেন আওয়ামী লীগ সভাপতি মণ্ডলির এ সদস্য। সম্প্রতি সিটি নির্বাচনগুলো সুষ্ঠু হয়েছে বলে দাবি তার।

বিতর্কিত জন্মদিন পালন করে, বিএনপি এখন ভূয়া রাজনৈতিক দলে পরিণত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। হুশিয়ার করে বলেন, দেশে আর কোন ধরনের চক্রান্ত করতে দেয়া হবে না। আর তা হলেও মোকাবেলা করবে আওয়ামী লীগ।

নাসিম জানান, দল আওয়ামী লীগ এখন আরও বেশী প্রস্তুত। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে  এ আলোচনা সভা আয়োজন করা হয়।

Exit mobile version