Site icon Jamuna Television

‘এবার সড়কপথে ঈদযাত্রা হবে নির্বিঘ্ন’

এবার সড়কপথে ঈদযাত্রা হবে নির্বিঘ্ন। কয়েকটি জেলায় নির্মাণাধীন রাস্তাগুলো বাদ দিয়ে মূল সড়ক পুরোপুরি যানজটমুক্ত থাকবে। বিকেলে সায়েদাবাদ বাস টার্মিনাল এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মন্ত্রী বলেন, বিভিন্ন রুটে ২৩ টি ছোট-বড় নতুন ব্রিজ চালু হয়েছে। রাস্তাগুলোতে ইঞ্জিনিয়ারিং সমস্যাও এবার আগেই শেষ হয়েছে। তবে কোরবানির পশুবাহী ট্রাকগুলো সড়কে ধীরগতিতে চলায় কিছুটা অস্বস্থি রয়েছে।  ঈদ যাত্রা যেন একারণে ব্যাহত না হয় সে ব্যবস্থাও করা হয়েছে বলে জানিয়েছেন ওবায়দুল কাদের।

Exit mobile version