Site icon Jamuna Television

ফাইনালে ওঠতে ‘কামব্যাক’র আশায় লিয়াওয়ের দিকে তাকিয়ে মিলান

ছবি: সংগৃহীত

উয়েফা চ্যাম্পিয়নস লিগে অল ইতালিয়ান সেমিফাইনালের দ্বিতীয় লেগে রাতে এসি মিলানের বিপক্ষে লড়বে ইন্টার মিলান। প্রথম লেগে নগর প্রতিদ্বন্দ্বীদের ২-০ গোলে হারিয়ে অনেকটাই নির্ভার সিমোনে ইনজাগি শিষ্যরা। প্রথম লেগের হারে স্বস্তিতে নেই এসি মিলান। ফাইনালে ওঠার লড়াইয়ে বড় জয় ছাড়া উপায় নেই স্তেফানো পিওলি শিষ্যদের। ইউরোপ সেরার লড়াইয়ে দুর্দান্ত সব ‘কামব্যাক’র ইতিহাস দেখেছে ফুটবল বিশ্ব। সেরকম আরও একটি স্মরণীয় গল্প তৈরির জন্য রাফায়েল লিয়াওয়ের দিকে তাকিয়ে এখন এসি মিলান।

ইতালির বিখ্যাত সান সিরো স্টেডিয়ামে মঙ্গলবার (১৬ মে) বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে খেলাটি। প্রথম লেগের জয়ে ফাইনালে ওঠার লড়াইয়ে এক পা দিয়ে রেখেছে ইন্টার মিলান। তবে সুযোগ থাকছে এসি মিলানের সামনেও। এই ম্যাচে ৩-০ গোলে হারাতে পারলে ফাইনালে উঠবে স্তেফানো পিওলি শিষ্যরা। ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের মঞ্চে অতীতে বেশ সফলতাও রয়েছে এসি মিলানের। সেই আত্মবিশ্বাসে দ্বিতীয় লেগে ঘুরে দাঁড়াতে মরিয়া দলটি।

ইনজুরির কারণে সেমিফাইনালের প্রথম লেগে এসি মিলানের হয়ে খেলতে পারেননি পর্তুগিজ ফুটবলার রাফায়েল লিয়াও। দ্বিতীয় লেগে নগর প্রতিদ্বন্দ্বীদের বধ করতে এই পর্তুগীজ তারকাকে পাওয়া যাবে বলে বিশ্বাস কোচ স্টেফানো পিওলির। তিনি বলেন, চলতি মৌসুমে মিলানের গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের একজন লেয়াও। আগের চেয়ে সে এখন অনেক ভালো অনুভব করছে। আশা করছি দ্বিতীয় লেগে তাকে পাওয়া যাবে। আমরা জানি, পিছিয়ে থেকেই আমরা মাঠে নামবো। তবে ফলাফল বদলে দেয়ার সামর্থ্য রয়েছে আমাদের।

এসি মিলান ফাইনালে ওঠার লড়াইয়ে যেখানে বাড়তি চাপে থাকবে; সেখানে ফুরফুরে মেজাজে ইন্টার। জয় নিশ্চিত করেই মাঠ ছাড়তে চায় তারা। এজন্য সতর্ক থাকার কথা বললেন ডিফেন্ডার ফ্র্যান্সিসকো অ্যাকারবি। তিনি বলেন, দ্বিতীয় লেগের সেমিফাইনালের জন্য আমরা তৈরি। তবে এটাও সত্য ফাইনালের মঞ্চে যেতে শেষ মিনিট পর্যন্ত প্রাণপণ চেষ্টা চালিয়ে যাবে। আমরাও আমাদের জায়গা থেকে সতর্ক থাকবো। বিশেষ কিছু তৈরির জন্য প্রস্তুত আছি আমরা।

গত সেপ্টেম্বরে চলতি মৌসুমে দুই দলের প্রথম দেখায় ইন্টারকে হারায় মিলান। এর পরের তিন সাক্ষাতেই হেরেছে তারা। টানা চার ম্যাচে ইন্টার মিলানের জালে বল পাঠাতে পারেনি এসি মিলান। যা চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে দলটির সামনে।

/আরআইএম

Exit mobile version