চলতি মাসে অষ্টম বারের মতো ভয়াবহ বিমান হামলার শিকার হলো ইউক্রেনের রাজধানী কিয়েভ। মঙ্গলবার (১৬ মে) ভোররাতে চালানো অভিযানে গুরুতর আহত হন ৩ জন। খবর রয়টার্সের।
বিমান হামলার জেরে মঙ্গলবার মধ্যরাত আড়াইটা থেকে বাজানো হয় সতর্ক সংকেত। দুই ঘণ্টা পরই সেটি প্রত্যাহার করা হয়। মেয়র ভিটালি ক্লিশকো জানান, শহরের কেন্দ্রস্থলকে টার্গেট করা হয়েছে। ছোঁড়া হয়েছে গুচ্ছ গুচ্ছ ড্রোন আর মিসাইল। সুউচ্চ ভবনের পাশাপাশি চিড়িয়াখানাও ছিল সেই তালিকায়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে হামলার বেশকিছু ভিডিও। রাশিয়ার ছোঁড়া মিসাইল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা হচ্ছে এমন ভিডিও সামনে এনেছে কিয়েভ। প্রশাসনের তরফ থেকে, বাঙ্কার বা ভবনের সুরক্ষিত অংশে আশ্রয় নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। রাশিয়া সামরিক অভিযান শুরুর পর থেকে ইউরোপে আশ্রয় নিয়েছেন ৮২ লাখের বেশি মানুষ। অন্যদিকে রাশিয়ায় গেছেন ২৮ লাখের মতো ইউক্রেনীয়।
এসজেড/

