পাবনা প্রতিনিধি:
আমি ভোগের রাজনীতি শিখি নাই, আমি ত্যাগের রাজনীতি শিখেছি বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
মঙ্গলবার (১৬ মে) দুপুরে পাবনা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
প্রেসিডেন্ট বলেন, আমি দেশের ২২তম রাষ্ট্রপতি আর পাবনা প্রেসক্লাবের ২২তম সদস্য। দৈনিক বাংলার বাণী দিয়ে পাবনা জেলা সংবাদদাতা হিসেবে সাংবাদিকতা শুরু করি।
রাষ্ট্রপতি এর আগে সকাল ১০টায় পাবনা বিসিক শিল্প নগরীতে স্কয়ার সাইন্স অ্যান্ড লাইফ প্ল্যান্ট উদ্বোধন করেন। বেলা তিনটায় পাবনা সরকারি অ্যাডওয়ার্ড কলেজ মাঠে নাগরিক সংবর্ধনায় যোগ দেবেন তিনি। দায়িত্ব গ্রহণের পর চারদিনের রাষ্ট্রীয় সফরে নিজ জেলা পাবনায় রয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন ক্লাবের সাবেক সভাপতি প্রফেসর শিবজিত নাগ, বীর মুক্তিযোদ্ধা রবিউল ইসলাম রবি, অঞ্জন চৌধুরী পিন্টু প্রমুখ।
ইউএইচ/

