চিনির বাজারে অস্থিরতা থামছেই না। সরকারের বেধে দেয়া দর মানছেন না ব্যবসায়ীরা। গেলো ১১ মে কেজিতে ১৬ টাকা বৃদ্ধি করে খোলা চিনির দর ১২০ টাকা নির্ধারণ করে দেয় বাণিজ্য মন্ত্রণালয়। কিন্তু বাজারে প্রতিকেজির জন্য গুণতে হচ্ছে ১৪০ টাকা। আর মহল্লার দোকানে দাম কেজিতে আরও ৫ টাকা বেশি। আর প্যাকেটের চিনি ১২৫ টাকা নির্ধারণ করে দেয়া হলেও বাজারে যোগান নেই বললেই চলে।
দোকানদাররা বলছেন, ডিলার কিংবা পাইকারি কোনো স্তর থেকে পণ্যের ক্যাশ মেমো দেয়া হচ্ছে না। নির্ধারিত দরের চেয়ে প্রতি কেজিতে বাড়তি টাকা পরিশোধ করতে হচ্ছে।
ব্যবসায়ীরা বলছেন, অতিরিক্ত মুনাফার আশায় ডিলার পর্যায় থেকে চিনির যোগান কম। প্রায় এক মাস ধরে চিনির বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। ঈদের পর থেকে বাজারে তদারকিও তেমন নেই।
এ অবস্থায় ক্রেতারা ক্ষোভ প্রকাশ করছেন। বলছেন, সিন্ডিকেটের তৎপরতা রোধে কঠোর আইন প্রয়োগ করতে হবে।
/এমএন

