Site icon Jamuna Television

বিদেশি রাষ্ট্রদূতদের বাড়তি নিরাপত্তা গতকাল থেকেই প্রত্যাহার করা হয়েছে: পররাষ্ট্র সচিব

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। ফাইল ছবি।

বিদেশি রাষ্ট্রদূতদের বাড়তি নিরাপত্তা গতকাল সোমবার (১৫ মে) থেকেই প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। তিনি আরও বলেন, অতিরিক্ত নিরাপত্তা প্রত্যাহার প্রটোকলের ব্যাপার। কোনো দেশের সাথে সম্পর্কে এটি প্রভাব ফেলবে না।

মঙ্গলবার (১৬ মে) ফরেইন সার্ভিস অ্যাকাডেমিতে এক অনুষ্ঠান শেষে উপস্থিত সাংবাদিকদের কাছে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, ভিয়েনা কনভেনশন অনুযায়ী বিদেশি কূটনীতিকদের মৌলিক নিরাপত্তা নিশ্চিত করবে সরকার। তিনি আরও বলেন, আনসারের মহাপরিচালকের সাথে আগামীকাল (১৭ মে) বৈঠক করে কূটনীতিকদের নিরাপত্তার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

এর আগে, সোমবার যমুনা টেলিভিশনকে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানান, ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত ও সৌদি আরবের মিশন প্রধানরা এখন থেকে অতিরিক্ত প্রটোকল সুবিধা পাবেন না। তবে ডিপ্লোম্যাটদের জন্য নির্ধারিত প্রটোকল সুবিধা বহাল থাকবে। পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, কোনো দূতাবাস চাইলে নির্দিষ্ট ফি দিয়ে অতিরিক্ত নিরাপত্তা সুবিধা নিতে পারবেন। বিদেশি রাষ্ট্রদূতরা বাংলাদেশে গাড়িতে নিজ দেশের পতাকা ব্যবহার করতে পারবেন কি না এ নিয়েও ভাবা হচ্ছে বলে জানান তিনি।

/এম ই

Exit mobile version