Site icon Jamuna Television

কেমন হলো ৭৬তম কান চলচ্চিত্র উৎসবের প্রস্ততি

৭৬তম কান চলচ্চিত্র উৎসবের অফিসিয়াল পোস্টারে কিংবদন্তি ফ্রেঞ্চ অভিনেত্রী‌ ক্যাথেরিন দ্যু নোভ।

মারিয়া হোসেন:

অস্কার ও মেটগালার পর শোবিজ দুনিয়া এবার প্রস্তুত বহুল প্রতিক্ষীত কান চলচ্চিত্র উৎসবের জন্য। সিনেপ্রেমীরা এরই মধ্যে পৌঁছে গেছেন প্যারিস থেকে হাজার কিলোমিটার দূরের কান সমূদ্র সৈকতে। যেখানে অনুষ্ঠিত হবে সারা বিশ্বের অভিনয়শিল্পী, নির্মাতা ও প্রযোজকদের মিলনমেলা। দক্ষিণ ফ্রান্সের সাগর তীরে আজ উঠছে কান উৎসবের পর্দা।

কান সৈকতের পালে দে ফেস্টিভ্যাল ভবনকে ঘিরে যেন সাজ সাজ রব। আজ মঙ্গলবার (১৬ মে) পর্দা উঠছে ৭৬তম কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। এরইমধ্যে ভবনের সামনে উৎসবের অফিসিয়াল পোস্টার সাঁটানো হয়েছে। এবারের পোস্টারের মাধ্যমে কিংবদন্তি ফ্রেঞ্চ অভিনেত্রী‌ ক্যাথেরিন দ্যু নোভ’কে সম্মান জানানো হয়েছে। প্রস্তুতি চলছে লাল গালিচারও।

ভূমধ্যসাগরের সৈকতঘেঁষা শহর কানে ১১ দিনের এ উৎসবে দেখানো হবে বিশ্বের নানা প্রান্তের নানা ধাঁচের সিনেমা। চলচ্চিত্র প্রদর্শনী ছাড়াও কান উৎসব এখন সিনেমা বেচাকেনারও বড় কেন্দ্র। জানা গেছে, প্রযোজক, পরিবেশক, নির্মাতা, অভিনয়শিল্পী, আয়োজক মিলিয়ে এবারের আয়োজনে ৩৫ হাজারের বেশি মানুষের সমাবেশ হবে এখানে।

এবার কান উৎসবের উদ্বোধনী আসরে সম্মানজনক পাম দ’র পুরস্কার পাচ্ছেন মার্কিন অভিনেতা-প্রযোজক মাইকেল ডগলাস। এ সম্মাননা গ্রহণ করতে গ্র্যান্ড থিয়েটার লুমিয়ের প্রেক্ষাগৃহে হাজির হবেন তিনি। উৎসব শুরু হবে হলিউড তারকা জনি ডেপ অভিনীত ফরাসি সিনেমা ‘জন দ্যু ব্যারি’ দিয়ে।

এদিকে বহু বছর পর কানে ফিরেছেন খ্যাতিমান নির্মাতা মার্টিন স্করসিসি, তার বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন’ দিয়ে। সিনেমাটিতে অভিনয় করেছেন লিওনার্দো ডি’ক্যাপ্রিও, রবার্ট ডি নিরোর মতো তারকারা। হ্যারিসন ফোর্ডের দিকেও থাকবে ভক্তদের চোখ, শেষবারের মতো ইন্ডিয়ানা জোনস চরিত্রে অভিনয় করেছেন তিনি। জেমস ম্যানগোল্ড পরিচালিত ইন্ডিয়ানা জোনস অ্যান্ড দ্য ডায়াল অব ডেস্টিনিরও প্রিমিয়ার হবে এবারের কানে।

অন্যদিকে, কানের মূল প্রতিযোগিতা বিভাগে স্বর্ণপামের জন্য লড়বে ২১টি সিনেমা, যার মধ্যে আছেন স্বর্ণপামজয়ী একাধিক পরিচালক। বেশিরভাগ গণমাধ্যম তাই স্বর্ণপামের এ লড়াইকে বলছেন ‘হেভিওয়েটদের লড়াই’। এদিকে প্রথমবারের মতো রেকর্ড ৭ নারী নির্মাতা জায়গা পেয়েছেন এ তালিকায়।

তবে সব ছাপিয়ে আলোচনায় এখন ভারত। কান উৎসবের বিভিন্ন বিভাগে এবার দেখানো হবে তিনটি ভারতীয় সিনেমা। এছাড়া আনুশকা শার্মা, মানসী চিল্লার ও অদিতি রাও এর মতো প্রথম সারির বলিউড তারকাদের উৎসবে অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত হয়েছে। এবার অফিশিয়াল সিলেকশনে বাংলাদেশের কোনো সিনেমা না থাকলেও বাণিজ্যিক শাখা মার্শে দ্যু ফিল্মে প্রিমিয়ার হবে অরণ্য আনোয়ার পরিচালিত সিনেমা ‘মা’।

৭৬তম কান উৎসবের প্রধান বিচারকের দায়িত্ব পালন করবেন সুইডিশ পরিচালক রুবেন অস্টল্যান্ড। আগামী ২৭ মে উৎসব শেষ হবে পিটার সোহনের ‘এলিমেন্টাল’ সিনেমা দেখিয়ে। সমাপনী দিনে পুরস্কার ঘোষণার মধ্য দিয়ে পর্দা নামবে এবারের কান উৎসবের।

/এসএইচ

Exit mobile version