ভারতের পশ্চিমবঙ্গে বাজি তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৯ জন। মঙ্গলবার (১৬ মে) পূর্ব মেদিনীপুর জেলায় ঘটে মর্মান্তিক এই দুর্ঘটনা। খবর এবিপি আনন্দের।
এই দুর্ঘটনায় গুরুতর দগ্ধ আরও অন্তত ৭ জন। স্থানীয়রা জানায়, দুপুরের দিকে একটি আবাসিক বাড়ির পাশেই বিকট শব্দে বিস্ফোরণ হয়। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে ভবনের ছাদ ধসে পড়ে। অন্তত ৪০০ মিটার দূরে ছিটকে পড়ে মরদেহগুলো।
ধারণা করা হচ্ছে, বিপুল পরিমাণ বারুদ মজুদ থাকায় ভয়াবহ এ দুর্ঘটনা ঘটেছে। স্থানীয়দের অভিযোগ, বেআইনিভাবে কারখানাটিতে বাজি তৈরির পাশাপাশি বোমাও তৈরি করা হতো।
এদিকে, ঘটনাস্থলে তদন্তে গিয়ে স্থানীয়দের তোপের মুখে পড়েন পুলিশ সদস্য ও স্থানীয় সংসদ সদস্য। অভিযোগ, কারখানাটি বন্ধে প্রশাসন যথেষ্ট তৎপর ছিল না। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ক্ষতিপূরণের পাশাপাশি সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।
/এমএন

