Site icon Jamuna Television

উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের বিরুদ্ধে হেফাজত নেতার চাঁদাবাজি মামলা

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গা উপজেলা সাধারণ সম্পাদক ফাইজুর রহমানের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের করেছে হেফাজত ইসলামের নেতা মাওলানা আহম্মদ মাসুদ। শনিবার দুপুরে ভাঙ্গা থানায় মাওলানা আহম্মদ মাসুদ বাদী হয়ে ফাইজুর রহমানকে প্রধান আসামি ও তার ভাই সাইদুর রহমানকে ২ নং আসামি করে চাঁদাবাজির মামলাটি দায়ের করেন।

এদিকে হেফজত ইসলামী’র নেতার মামলা দায়ের করায় আলোড়ন সৃষ্টি হয়েছে পুরো উপজেলায়। ক্ষোভ প্রকাশ করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী সাইদুর রহমান মামলা দায়ের এর বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার দুপুরে মামলা রেকর্ড হয়েছে, মামলা নম্বর ৩১। মামলাটি স্থানীয় রাজনৈতিক প্রেক্ষাপটে বেশ স্পর্শকাতর, তাই তদন্ত ছাড়া এর বেশি তিনি কিছু জানাতে পারবেন না বলেও জানান ।

মামলার প্রধান আসামি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফাইজুর রহমান বলেন, মামলাটি সঠিক ভাবে তদন্ত করলে এর সত্যতা বের হয়ে আসবে। আমাকে হেয় প্রতিপন্ন ও হয়রানি করার উদ্যেশ্যেই এই মামলা বলেও জানান তিনি।

অবশ্য এই ব্যাপারে মামলার বাদী মাওলানা আহম্মদ মাসুদের বক্তব্য নেয়ার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

Exit mobile version