কানাডার অ্যালবার্টায় দাবানলে পুড়ে গেছে ১৫ লাখ ২২ হাজার একরের বেশি বনভূমি। শুধু মঙ্গলবারই আগুনে পুড়েছে দুই লাখ ৩৪ হাজার একর বনাঞ্চল। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
অ্যালবার্টা জরুরি দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, এতোবড় দুর্যোগ হলেও কোনো প্রাণহানি ঘটেনি। এমনকি দগ্ধ হওয়ার কোনো খবরও পাওয়া যায়নি। অবশ্য, আগুন নেভাতে যাওয়া ফায়ার ব্রিগেডকর্মীরা অনেকেই শ্বাসকষ্টে ভুগছেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন আড়াই হাজারের বেশি কর্মী। এরই মধ্যে তাদের ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছে প্রাদেশিক সরকার। এখনো ৮৬টি জায়গায় সক্রিয় রয়েছে দাবানল। যার মাঝে ২৪টি এলাকার আগুন নিয়ন্ত্রণের বাইরে। পরিস্থিতি মোকাবেলায় সহযোগিতার জন্য মার্কিন ফায়ার ব্রিগেডকর্মীরা সেখানে যাচ্ছেন।
এদিকে, দাবানল থেকে সৃষ্ট ধোঁয়ায় ছেয়ে গেছে ক্যালগিরি শহর। এই ধোঁয়া যাচ্ছে যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চলের দিকেও।
ইউএইচ/

