Site icon Jamuna Television

বাংলাদেশ আইনজীবী ঐক্য পরিষদের জাতীয় কাউন্সিল ১৯ মে

বাংলাদেশ আইনজীবী ঐক্য পরিষদের জাতীয় কাউন্সিল ও ত্রি-বার্ষিক সম্মেলন ১৯ মে শুক্রবার। সুপ্রিম কোর্ট বার অডিটোরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ আইনজীবী ঐক্য পরিষদের সভাপতি অ্যাডভোকেট বিভাস চন্দ্র বিশ্বাস জানান, ত্রি-বার্ষিক এ সম্মেলন সফল করতে এরই মধ্যে সারাদেশের আইনজীবীদের অংশগ্রহণ করতে বলা হয়েছে।

এবারের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। অনুষ্ঠান উদ্বোধন করবেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের অন্যতম সভাপতি ড. নিম চন্দ্র ভৌমিক।

এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল এ. এম. আমিন উদ্দিন ও সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে থাকবেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত। এছাড়া সুপ্রিম কোর্ট বারের সভাপতি ও সম্পাদক এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

দিনব্যাপী এ সম্মেলনের শেষে আইনজীবী ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির পাশাপাশি সুপ্রিম কোর্ট কমিটিও ঘোষণা করা হবে।

ইউএইচ/

Exit mobile version