Site icon Jamuna Television

রাশিয়ার নাগরিকদের গোপন তথ্য ফাঁস করতে বললো সিআইএ, ক্ষুব্ধ মস্কো

রাশিয়ার গোপন তথ্য ফাঁস করে দিতে দেশটির নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি। সম্প্রতি এক ভিডিও বার্তায় সিআইএ এ আহ্বান জানায়। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

ভিডিওটিতে বলা হয়, রাশিয়ার সামরিক কর্মকর্তা, গোয়েন্দা বিশেষজ্ঞ, কূটনৈতিক, বিজ্ঞানী এবং সাধারণ নাগরিকদের কথা শুনতে চায় সিআইএ। রুশ অর্থনীতি এবং বর্তমান শাসন ব্যবস্থার কাঠামো সম্পর্কে তাদের মনোভাব কী সেসব বিষয়েও জানতে চায় যুক্তরাষ্ট্র। ইউক্রেনে রুশ অভিযানের ১৫ মাসের মাথায় এই ভিডিও বার্তা প্রকাশ করা হলো।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

এদিকে সিআইএ’র এই ভিডিও প্রকাশের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে মস্কো। পশ্চিমা গোয়েন্দাদের গতিবিধি নিবিড়ভাবে অনুসরণ করা হচ্ছে বলে জানিয়েছে ক্রেমলিন।

ইউএইচ/

Exit mobile version