ভয়াবহ বন্যার কবলে ইতালির উত্তরাঞ্চল। সেভিও নদীর পানির উচ্চতা বেড়ে তলিয়ে গেছে বিস্তীর্ণ এলাকা। সবচেয়ে ক্ষতিগ্রস্ত উত্তর-পূর্বের এমিলিয়া রোমাগনা ও মারচে অঞ্চল। খবর রয়টার্সের।
টানা বৃষ্টিতে পানিতে ডুবে আছে রাস্তাঘাট ও ফসলী জমি, তলিয়েছে আবাসিক এলাকাও। বাড়িঘরে পানি ঢুকে চরম ভোগান্তিতে বাসিন্দারা। উদ্ধারে কাজ করছে জরুরি বিভাগ। পানির উচ্চতা আশঙ্কাজনকভাবে বাড়তে থাকায় অনেকেই আশ্রয় নিয়েছে বাড়ির ছাদে। ভূমিধসও হয়েছে কিছু স্থানে। টানা কয়েক মাসের খরার পর অতিবৃষ্টির কবলে পড়েছে অঞ্চলটি।
/এমএন

