Site icon Jamuna Television

মার্কিন অস্ত্র আইন: সুপ্রিম কোর্টকে চ্যালেঞ্জ মেরিল্যান্ড কর্তৃপক্ষের

অস্ত্র বহন ইস্যুতে মার্কিন সুপ্রিম কোর্টের রায়কে পাল্টা চ্যালেঞ্জ জানিয়েছে মেরিল্যান্ড অঙ্গরাজ্য। মঙ্গলবার (১৭ মে) নতুন এই আইনে স্বাক্ষর করেন রাজ্যের গভর্নর ওয়েজ মুর। খবর এবিসি নিউজের।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানের মতো স্থানে আগ্নেয়াস্ত্র বহন নিষিদ্ধ করে আইনের খসড়া তৈরি করা হয়েছে। গেলো বছরের জুনে মার্কিন সুপ্রিম ঐতিহাসিক রায়ে জানান, মার্কিনিদের জনসমক্ষে আগ্নেয়াস্ত্র বহন করার মৌলিক অধিকার রয়েছে। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে এই পাল্টা আইন করলো মেরিল্যান্ড কর্তৃপক্ষ।

রাজ্যের গভর্নর বলেন, অস্ত্র সহিংসতা পুরো জাতিকে বিভাজিত করে রেখেছে। সাধারণ মানুষ কোথাও নিরাপদ নেই। তাদের নিরাপত্তার জন্যই এখনই উদ্যোগ নেয়া উচিত বলেও তাগিদ দেন ওয়েজ মুর।

/এমএন

Exit mobile version