Site icon Jamuna Television

ব্যাটিংয়ে সেরা তামিম, বোলিংয়ে সাকিবের আধিপত্য

ছবি: সংগৃহীত

বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ দিয়ে শেষ হয়েছে বিশ্বকাপ সুপার লিগের লড়াই। আইসিসি ওয়ানডে সুপার লিগের এই চক্রে ইতোমধ্যেই নিজেদের ২৪ ম্যাচের সবকটি খেলে ফেলেছে বাংলাদেশ। ২০২০-২০২৩ চক্রে বাংলাদেশের সেরা ব্যাটার তামিম ইকবাল এবং বোলিংয়ে আধিপত্য দেখিয়েছে বাংলাদেশের পোস্টার বয় সাকিব আল হাসান।

সুপার লিগের বাংলাদেশের হয়ে সব ম্যাচেই খেলেছেন তামিম। এ সময় ২৪ ম্যাচে প্রায় ৩৪ গড়ে ৭৮৩ রান করেছেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক; যা বাংলাদেশ দলের কোনো ব্যাটারের সর্বোচ্চ। আর সব দেশ মিলিয়ে এই চক্রে সেরা ব্যাটারদের তালিকায় তামিমের অবস্থান সাত নম্বরে। এ সময় একটি সেঞ্চুরি ও ছয়টি হাফ সেঞ্চুরিও এসেছে তামিমের ব্যাট থেকে। হাফ সেঞ্চুরির হিসেবেও বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সবার উপরে রয়েছেন তিনি।

বোলিংয়ের শীর্ষ দশে আছেন বাংলাদেশের দু’জন। ৩১ উইকেট নিয়ে সুপার লিগে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারি বোলার সাকিব আল হাসান। সবদেশ মিলিয়ে ছয়ে আছেন এই বাঁহাতি স্পিনার। নয় নম্বরে মেহেদী হাসান মিরাজ; ২৩ ম্যাচে তিনি নিয়েছেন ৩০ উইকেট।

/আরআইএম

Exit mobile version