স্বদেশ প্রত্যাবর্তন দিবসে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগের নেতারা। বুধবার (১৭ মে) সকালে গণভবনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ সিনিয়র নেতারা দলের সভাপতিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। ছাত্রলীগ, যুবলীগসহ অন্য অঙ্গ সংগঠনের নেতারাও এ সময় উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখন নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
’৭৫-এ বঙ্গবন্ধুকে হত্যার পর ৬ বছর পর ১৯৮১ সালে দেশে ফিরে এসেছিলেন বঙ্গবন্ধু কন্যা। এদিন বিকেল সাড়ে ৪টায় ইন্ডিয়ান এয়ারলাইন্সের একটি বোয়িং বিমানে তিনি ভারতের রাজধানী দিল্লী থেকে কলকাতা হয়ে তৎকালীন ঢাকা কুর্মিটোলা বিমানবন্দরে এসে পৌঁছান। এরপর নানা ঘাত-প্রতিঘাত পেরিয়ে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন আওয়ামী লীগকে।
/এমএন

