আওয়ামী লীগ শুধু রাজনৈতিকভাবেই নয়, কূটনীতিকভাবেও চরম ব্যর্থ হয়েছে সরকার। তাই পাগলের মতো কাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মোশাররফ হোসেন।
তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে রাজধানীর বাড্ডার সুভাস্তু টাওয়ারের সামনে বুধবার (১৭ মে) ঢাকা মহানগর উত্তরের পদযাত্রায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। একইসাথে মহানগর দক্ষিণ বিএনপিও এ কর্মসূচি পালন করছে।
বিএনপির এই নেতা অভিযোগ করেন, আওয়ামী লীগ গণতন্ত্র হত্যা করে অলিখিত বাকশাল কায়েম করেছে। বলেন, শেখ হাসিনার অথীনে কোনো নির্বাচনে যাবে না বিএনপি। বিএনপি ও দেশের জনগণ দলীয় সরকারের অধীনে নির্বাচন হতে দেবে না বলে হুঁশিয়ারি দেন তিনি।
অন্যদিকে, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালামের সভাপতিত্বে এ পদযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এই পদযাত্রা বাসাবো বালুর মাঠ থেকে শুরু করে মালিবাগ কমিউনিটি সেন্টারে গিয়ে শেষ হবে।
/এমএন

