Site icon Jamuna Television

‘মা’ এর মুক্তি পেছালো

'মা' সিনেমার একটি দৃশ্যে পরীমনি।

পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী ১৯ মে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছিল পরীমনি অভিনীত নতুন সিনেমা ‘মা’। কিন্তু, একদম শেষ মুহূর্তে এসে পেছানো হলো ‘মা’ মুক্তির তারিখ।

জানা গেছে, এক সপ্তাহ পিছিয়ে আগামী ২৬ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে মুক্তি পেছানোর বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমাটির পরিচালক অরণ্য আনোয়ার। মুক্তির তারিখ পিছিয়ে যাওয়ার জন্য দুঃখপ্রকাশও করেছেন এ নির্মাতা।

বিশ্বখ্যাত কান চলচ্চিত্র উৎসবের ৭৬তম আসরে উৎসবের বাণিজ্যিক শাখা মার্শে দ্যু ফিল্মে এবার প্রিমিয়ার হতে যাচ্ছে ‘মা’ সিনেমার। প্রিমিয়ার উপলক্ষে কান শহরে অবস্থান করছেন অরণ্য আনোয়ার। সেখান থেকে ফিরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি দেবেন ‘মা’।

এদিকে, সিনেমার মুক্তিকে ঘিরে চলছে নানা ধরনের প্রচারণা। মুক্তি পেয়েছে পোস্টার, ট্রেলার, গান ও বিহাইন্ড দ্য স্টোরি।

/এসএইচ

Exit mobile version