Site icon Jamuna Television

ফরিদপুরে ক্লাসরুমে আটকে বাবা-ছেলেকে নির্যাতনের মূলহোতা গ্রেফতার

ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরের মধুখালীতে দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া এক শিশুকে ধর্ষণের অভিযোগে স্কুলের ক্লাসরুমে আটকিয়ে ওই শিশুর সৎ ভাই ও বাবাকে পাশবিক নির্যাতনের ঘটনার মূলহোতা রুমা (৩৬) কে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৭ মে) দুপুর ১টার দিকে ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন) শেখ মো. আব্দুল্লাহ বিন কালাম রুমাকে গ্রেফতারের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।

এর আগে, মঙ্গলবার (১৬ মে) সন্ধ্যায় ফরিদপুরের মধুখালী উপজেলার মাঝকান্দি মোড় থেকে রুমাকে গ্রেফতার করা হয়।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো. আব্দুল্লাহ বিন কালাম বলেন, গত ১৭ই মার্চ মধুখালীর আড়ুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি ক্লাসরুমে আটকিয়ে বাবা-ছেলেকে নির্যাতনের ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। সেই ভিডিওতে রুমাকে ওই বাবা-ছেলেকে পাশবিক নির্যাতনের নির্দেশ দিতে দেখা যায়। সেখানে রুমার সাথে আরও ৮-১০ জনকে নির্যাতন করতে দেখা যায়। এ ঘটনায় পুলিশ খুব অল্প সময়ের মধ্যে ঘটনার সাথে জড়িত কয়েকজনকে গ্রেফতার করতে পারলেও ঘটনার পরই আত্মগোপনে চলে যায় রুমা।

ভাইরাল হওয়া ভিডিও থেকে নেয়া ছবি।

এ পুলিশ কর্মকর্তা আরও জানান, পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত অভিযোগে ৮ জনকে গ্রেফতার করে। আর, রুমাকে গ্রেফতারে দেশের বিভিন্ন জায়গায় অভিযান চালায় পুলিশ। গ্রেফতার এড়াতে রুমা এ পর্যন্ত ৫টি জেলায় অবস্থান করেন বলে জানা গেছে। সর্বশেষ মাগুরা থেকে ফরিদপুরের মাঝকান্দি মোড়ে একটি গাড়ি থেকে নামলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো. আব্দুল্লাহ আরও জানান, গ্রেফতারকৃত রুমাকে বুধবার বিকেলে ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

প্রসঙ্গত, গত ১৭ মার্চ ফরিদপুরের মধুখালী উপজেলার জাহাপুর ইউনিয়নের আড়ুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি ক্লাসরুমে ইয়ামিন মৃধা (৪০) এবং তার ছেলে রাজন মৃধাকে (১৫) নির্যাতনের একটি ভিডিও
ফেসবুকে ভাইরাল হয়।

/এসএইচ

Exit mobile version