Site icon Jamuna Television

হজের মূল আনুষ্ঠানিকতা শুরু; মিনার পথে মুসল্লিরা

শুরু হয়েছে হজের মূল আনুষ্ঠানিকতা। স্থানীয় সময় শনিবার রাতে, এশার নামাজের পর পবিত্র হজ পালনের উদ্দেশ্যে, মিনার পথে রওনা হন লাখো মুসল্লি। আগামী পাঁচ দিন মিনা, আরাফাত, মুজদালিফা ও মক্কায় অবস্থান করে হজ সম্পন্ন করবেন ধর্মপ্রাণ মুসল্লিরা।

এবার হজ পালন করবেন প্রায় ২০ লাখ মুসল্লি। যাদের ১৭ লাখই সৌদি আরবের বাইরের মানুষ। যুদ্ধ-সংঘাত-প্রাকৃতিক দুর্যোগকবলিত দেশগুলো থেকে এ বছর হজে অংশ নিয়েছেন ১৮ শতাংশ মানুষ। গেছেন ১ লাখ ২৬ হাজারের বেশি বাংলাদেশি মুসল্লিও।

৮ জিলহজ, বুধবার সারাদিন মিনায় অবস্থান শেষে পরদিন আরাফাতের উদ্দেশ্যে রওনা হবেন মুসল্লিরা। মুজদালিফায় রাত্রি যাপন শেষে শয়তানকে মারার জন্য পাথর সংগ্রহ করে ১০ জিলহজ আবারও মিনায় ফিরবেন তারা। এরপর, ১১ ও ১২ তারিখে হজের বাকি আনুষ্ঠানিকতা শেষ করবেন হাজিরা।

নির্বিঘ্নে হজ শেষ করতে নানা প্রস্তুতি নিয়েছে সৌদি প্রশাসন; জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।

যমুনা অনলাইন: আরএম

Exit mobile version