Site icon Jamuna Television

ডন-৩ সিনেমায় থাকছেন না শাহরুখ!

বলিউডের এক অন্যতন সৃষ্টি ডন ফ্রাঞ্চাইজি। ১৯৭৮ সালে সর্বপ্রথম ডনে কাজ করেছিলেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন। এরপর ২০০৬ ও ২০১১ সালে ডন ও ডন-২ এ কাজ করেছিলেন শাহরুখ খান। কিন্তু এবার ডন-৩ এর বেলায় শোনা যাচ্ছে শাহরুখ খান থাকবেন না এতে। খবর পিঙ্ক ভিলার।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, চিত্রনাট্য পছন্দ না হওয়ায় শাহরুখ খান সিনেমাটি থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। কয়েক দিন আগেই প্রযোজক রীতেশ সিধওয়ানি এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, ইতোমধ্যেই ডন-৩ এর চিত্রনাট্য লেখা শেষ করেছেন ফারহান আখতার। তারপর থেকেই শাহরুখ ভক্তদের মাঝে উত্তেজনা শুরু হয় ডন-৩ নিয়ে।

সংবাদ সূত্রের মতে, ফারহান আখতার ও রিতেশ সিধওয়ানি শাহরুখ খানের সঙ্গে একাধিকবার বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। করোনা মহামারির আগে কয়েকটি গল্পও ঠিক করা হয়েছিল। কিন্তু সম্প্রতি মিটিংয়ে শাহরুখ জানান, তিনি আবার ডন হিসেবে ফিরতে আগ্রহী নন। শাহরুখের মনে হচ্ছে, এই মুহূর্তে তিনি যে ধরনের সিনেমা করতে চাইছেন, এর সঙ্গে খাপ খাচ্ছে না ‘ডন-৩’-এর চিত্রনাট্য।

এটিএম/

Exit mobile version