Site icon Jamuna Television

রাশিয়ায় নিষিদ্ধ হলো ইরানি সিনেমা ‘হোলি স্পাইডার’

'হোলি স্পাইডার' সিনেমার পোস্টার।

ইরানে যৌনকর্মীদের লক্ষ্যবস্তুকারী এক সিরিয়াল কিলারকে নিয়ে নির্মিত ‘হোলি স্পাইডার’ সিনেমার প্রদর্শনী বন্ধ করেছে রাশিয়া কর্তৃপক্ষ।

ইউক্রেনে সামরিক অভিযান শুরুর প্রেক্ষাপটে পশ্চিমাদের সঙ্গে মস্কোর ক্রমবর্ধমান বিচ্ছিন্নতার মধ্যে রাশিয়া ও ইরান যখন সম্পর্ক শক্ত করার চেষ্টা করছে, তখন এই পদক্ষেপ নেয়া হলো। আলি আব্বাসি পরিচালিত ও এরইমধ্যে বেশ কিছু আন্তর্জাতিক পুরস্কার জয়ী ‘হোলি স্পাইডার’ নামের এ সিনেমাটি  ইরান-ইরাক যুদ্ধের একজন প্রবীণ সৈনিকের সত্য ঘটনা নিয়ে নির্মিত। ২০০০ সালের গোড়ার দিকে ইরানের দ্বিতীয় বৃহত্তম শহর মাশহাদ ও শিয়া সম্প্রদায়ের একটি প্রধান মাজারে ১৬ যৌনকর্মীকে হত্যা করেছিলেন ওই সৈনিক।

গত ১১ মে মুক্তির পর রাশিয়ার বড় পর্দায় ঝড় তুলেছিল ‘হোলি স্পাইডার’। কিন্তু, এক সপ্তাহেরও কম সময়ের মধ্যেই দেশটির সংস্কৃতি মন্ত্রণালয় চলচ্চিত্রটির ডিসট্রিবিউশন লাইসেন্স প্রত্যাহার করে নেয়। এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি রুশ সংস্কৃতি মন্ত্রণালয়।

/এসএইচ

Exit mobile version