Site icon Jamuna Television

বিএনপি পদযাত্রার নামে পতনযাত্রা শুরু করেছে: ওবায়দুল কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি পদযাত্রার নামে পতনযাত্রা শুরু করেছে। তিনি বলেন, শেখ হাসিনাকে হটানোর জন্য ষড়যন্ত্র হচ্ছে; তবে লাভ হবে না।

বুধবার (১৭ মে) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনা সভায় তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার ক্ষমতার উৎস জনগণ; তাই তাকে ক্ষমতা থেকে হঠানো যাবে না। দেশ ও সরকার নিয়ে ষড়যন্ত্রকারীদের রুখে দেয়ার হুঁশিয়ারি দেন ওবায়দুল কাদের। গোটা দুনিয়া শেখ হাসিনার উন্নয়নের প্রশংসা করে আর বিএনপি শুধু দুর্নাম করে বলেও মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, আছে গলাবাজি, আন্দোলনের মাঠে নাই। তাদের আন্দোলন হোঁচট খেয়ে গেছে। সাতদিন আগে থেকে কর্মীদেরকে ক্ষমতার মোহ দেখিয়ে মফস্বল থেকে এনে শুইয়ে রেখেছে। বিক্ষোভ করবেন, শেখ হাসিনাকে হটাবেন- সে সব কোথায় গেলো?

আরও পড়ুন: কূটনীতিকভাবে সরকার চরম ব্যর্থ: ড. মোশাররফ

/এম ই

Exit mobile version