Site icon Jamuna Television

নিরাপত্তা নয়, কূটনীতিকদের সড়কের প্রটোকল প্রত্যাহার করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, নিরাপত্তা নয়, চার দেশের কূটনীতিকদের সড়কের প্রটোকল প্রত্যাহার করা হয়েছে।

বুধবার (১৭ মে) বিকেলে সচিবালয়ে সড়ক নিরাপত্তা নিয়ে বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা জানান। তিনি বলেন, জঙ্গিবাদের উত্থানের সময় চারটি দূতাবাসকে সড়কে চলাচলে বিশেষ নিরাপত্তা দেয়া হয়েছিল। এখন সেই পরিস্থিতি নেই। তাই সেই প্রটেকশন তুলে নেয়া হয়েছে। তবে পুলিশের বদলে আনসার গার্ড প্রটেকশন সার্ভিস ইউনিট গঠন করা হয়েছে। কোনো দূতাবাস সড়কে প্রটেকশন নিতে চাইলে সার্ভিস চার্জ দিয়ে তা নিতে হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, পর্যায়ক্রমে মন্ত্রী ও ভিআইপিরাও পুলিশের বদলে আনসার গার্ড রেজিমেন্টের এই সুবিধা পাবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, আমরা রোড প্রটেকশন উঠিয়ে নিয়েছি। তারপরও যদি কোনো অ্যাম্বাসেডর মনে করেন তাদের (নিরাপত্তা) প্রয়োজন হবে তাহলে আমরা নতুন করে যে আনসার গার্ড রেজিমেন্ট তৈরি করেছি, তারা এই নিরাপত্তার দায়িত্বে থাকবে। এর জন্য পেমেন্ট করতে হবে। সেই খরচ সেই দূতাবাসকে দিতে হবে।

আরও পড়ুন: ‘যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক চীন, রাশিয়া ও অন্য কোনো দেশ দ্বারা নির্ধারিত হয় না’

/এম ই

Exit mobile version