Site icon Jamuna Television

অনুশীলনে ফিরেছেন মার্কাস রাশফোর্ড

ইনজুরি কাটিয়ে অনুশীলনে ফিরেছেন ম্যানচেস্টার ইউনাইটেড ফরোয়ার্ড মার্কাস রাশফোর্ড। পায়ের চোটের কারণে উলভারহ্যাম্পটনের বিপক্ষে ম্যাচ খেলতে পারেননি তিনি।

এক বিবৃতিতে ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ডের অনুশীলনে যোগ দেয়ার বিষয়টি নিশ্চিত করে ম্যান ইউ। শনিবার বোর্নমাউথের বিপক্ষে দেখা যেতে পারে এই ইংলিশ ফুটবলারকে। রাশফোর্ডের সাথে অনুশীলনে ফিরেছেন মিডফিল্ডার স্কট ম্যাকটমিনেও।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

চলতি মৌসুমে দারুণ ছন্দে আছেন মার্কাস রাশফোর্ড। ক্লাবের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে করেছেন ২৯ গোল। যা ম্যানচেস্টার ইউনাইটেডের খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ।

ইউএইচ/

Exit mobile version