Site icon Jamuna Television

‘ঢাকায় বস্তি থাকবে না’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি।

শুধু রাজধানী নয়, গ্রাম পর্যায়ের মানুষ যাতে সুপেয় পানি ও পয়ঃনিষ্কাশন সুবিধা পায় সে লক্ষ্যে কাজ করতে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ রোববার সকালে রাজধানীর একটি হোটেলে ঢাকা ওয়াসার দাশেরকান্দি পয়ঃশোধনাগার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এ নির্দেশ দেন।

এসময় প্রধানমন্ত্রী আরো বলেন, নিজেদের লাভের আশায় উন্নয়ন কাজে যারা অযথা সময় নষ্ট করে তাদের বিষয়ে সজাগ থাকতে হবে।

শেখ হাসিনা বলেন, পানিসম্পদ ব্যবস্থাপনার একশ’ বছরের পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। বস্তিবাসীর জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে জানিয়ে তিনি বলেন, ঢাকা শহরে ভবিষ্যতে বস্তি থাকবে না। সরকার সবার জন্য আবাসন নিশ্চিতে কাজ করে যাচ্ছে।

Exit mobile version