Site icon Jamuna Television

মেট্রোরেল মঙ্গলবারের পরিবর্তে শুক্রবার বন্ধ থাকবে

ফাইল ছবি।

সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত চলাচল করবে মেট্রোরেল। ৩১ মে থেকে এটি শুরু হবে। এরমধ্যে সকাল ১১টা থেকে দুপুর ৩টা পর্যন্ত অফপিকে ১৫ মিনিট পরপর ট্রেন চলাচল করবে। এখন থেকে মঙ্গলবারের পরিবর্তে শুক্রবার মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (১৮ মে) সকালে রাজধানীর ইস্কাটনে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কার্যালয়ে সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক সংবাদ সম্মেলনে এ ঘোষনা দেন।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

ডিএমটিসিএল থেকে ঈদুল আযহার দিন মেট্রোরেল বন্ধের কথাও জানানো হয়। আগামী জুলাই-আগস্টে এমআরটি-৫ উত্তর অংশের কাজ শুরু হবে বলেও জানান ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক।

/এমএন

Exit mobile version