পেঁয়াজের বাজারে অস্থিরতা বেড়েই চলছে। সরবরাহে ঘাটতি না থাকলেও দাম বেড়েই চলছে। মানভেদে বাজারে প্রতি কেজি পেয়াজ বিক্রি হচ্ছে ৮০ থেকে ৮৫ টাকা দরে। মহল্লার দোকানে হাকা হচ্ছে ৯০ টাকা।
এদিকে, রাজধানীর বাজারে যোগান কিছুটা বাড়তে শুরু করলেও বাণিজ্য মন্ত্রণালয়ের বেঁধে দেয়া দরে চিনি মিলছে না। দোকানদাররা বলছেন, চিনির সাথে অন্য পণ্য কেনার শর্ত জুড়ে দিচ্ছেন পরিবেশকরা। এদিকে পেয়াজের বেশ ঊর্ধ্বমুখী।
গেলো ১১ মে কেজিতে ১৬ টাকা বৃদ্ধি করে খোলা চিনির দর ১২০ টাকা নির্ধারণ করে দেয় বাণিজ্য মন্ত্রণালয়। প্যাকেটের চিনির দাম বেঁধে দেয়া হয় ১২৫ টাকায়। কিন্তু বাজারে চিনির কেজি ১৩৫ টাকা। মহল্লার দোকানে তা ১৪০ টাকা ছাড়িয়েছে। পরিবেশকরা শুধু চিনি বিক্রি করতে যাচ্ছেন না। এর সাথে যুক্ত করে দিচ্ছেন অন্য পণ্য কেনার শর্ত। এতে বিরক্তি প্রকাশ করছেন দোকানদাররা।
/এমএন

