ডিসেম্বরের আগেই আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চালুর চেষ্টা হচ্ছে বলে জানিয়েছেন ডিএমটিসিএল’র ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক।
বৃহস্পতিবার (১৮ মে) সকালে ইস্কাটনে ডিএমটিসিএল কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
তিনি বলেন, ৩১ মে থেকে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত চলাচল করবে মেট্রোরেল। এখন থেকে মঙ্গলবারের পরিবর্তে শুক্রবার মেট্রোরেল সাপ্তাহিক বন্ধ থাকবে। ঈদুল আযহার দিনও মেট্রোরেল চলবে না। আগামী জুলাই-আগস্ট মাসে এমআরটি ৫, উত্তর অংশের কাজ শুরু হবে বলেও জানান ডিএমটিসিএল’র ব্যবস্থাপনা পরিচালক।
ইউএইচ/

