Site icon Jamuna Television

ঈদ যাত্রার তৃতীয় দিনেও রেলের শিডিউল বিপর্যয়

ঈদ যাত্রার তৃতীয় দিনেও শিডিউল বিপর্যয়ে পড়েছে রেল। বেশিরভাগ ট্রেন কমলাপুর ছাড়ছে এক থেকে দুঘণ্টা বিলম্বে। সকাল ৮টার নীলসাগর এক্সপ্রেস ছাড়ে প্রায় আড়াই ঘণ্টা দেরিতে। ফলে কমলাপুরে রেলের অপেক্ষায় সাধারণ যাত্রীরা। সকাল থেকেই ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড় ছিল কমলাপুর রেলস্টেশনে।

ঈদে বাড়তি চাপের কারণে নির্দিষ্ট গতিতে ট্রেন চলতে না পারা এবং প্রত্যেক স্টেশনে নির্ধারিত সময়ের চেয়ে বেশিক্ষণ বিরতিই শিডিউল বিপর্যয়ের প্রধান কারণ বলে জানিয়েছের স্টেশন ম্যানেজার। তবে ঈদের রেলযাত্রা নির্বিঘ্ন করতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানান তিনি। আজ সারাদিনে কমলাপুর থেকে সারা দেশে বিভিন্ন গন্তব্যে ৬৮টি ট্রেন ছেড়ে যাওয়ার কথা রয়েছে।

Exit mobile version