নিলামে উঠলো ১১০০ বছরের পুরানো একটি হিব্রু বাইবেল। বুধবার (১৭ মে) ৩ কোটি ৮০ লাখ ডলারে বিক্রি হয় পাণ্ডুলিপিটি। নিলাম ঘর সোথবি নিশ্চিত করে এই তথ্য। খবর সংবাদ সংস্থা এপির।
একটি বিবৃতি প্রকাশ করে সোথবি জানায়, রোমানিয়ায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আলফ্রেড এইচ মোজেজ কিনেছেন প্রাচীন ধর্মগ্রন্থটি। অবশ্য, আমেরিকান ফ্রেন্ডস অব এএনইউ’র তরফ থেকে বাইবেলটি তিনি ক্রয় করেন। সোথবি আরও জানায়, তেল আবিবের এএনইউ মিউজিয়ামে সংরক্ষিত থাকবে বাইবেলটি। শুধু ইহুদিদের ইতিহাস-ঐতিহ্য রয়েছে সেই জাদুঘরে।
গত মার্চ মাসে পুরো বিশ্বের বিভিন্ন স্থানে প্রর্দশিত হয় হিব্রু বাইবেলটি। সেসময় ইসরায়েলের জাদুঘরেও দর্শণার্থীদের জন্য সেটি পাঠানো হয়। ধারণা করা হয়, ৯ম বা দশম শতকে লেখা হয়েছিল এই বাইবেল।
এসজেড/

