চলতি মাসেই ৯ম বারের মতো বিমান হামলার শিকার হলো ইউক্রেনের রাজধানী কিয়েভ। বৃহস্পতিবার (১৮ মে) ৩০টি মিসাইল ছুঁড়েছে রুশবহর। অবশ্য এর বেশিরভাগই ভূপাতিত করা হয়েছে বলে দাবি করছে কিয়েভ। খবর বিবিসির।
এ নিয়ে মেয়র ভিতালি ক্লিশকো জানান, আকাশ সুরক্ষা ব্যবস্থার মাধ্যমে বেশিরভাগই ভূপাতিত করা হয়েছে। তবে ক্ষেপণাস্ত্রগুলোর ভাঙা অংশ পড়ে ক্ষয়ক্ষতির শিকার হয়েছে বেশকিছু স্থাপনা ও ঘরবাড়ি। তার অভিযোগ, লোকালয়ই ছিল রুশ হামলার মূল টার্গেট।
একইদিন কৃষ্ণ সাগর তীরবর্তী শহর ওডেসায় হামলা চালিয়েছে রাশিয়ার সেনাবাহিনী। ঐ আগ্রাসনে প্রাণ হারিয়েছেন একজন, গুরুতর আহত হয়েছেন দুই বাসিন্দা। এছাড়া মধ্য-পশ্চিমাঞ্চলীয় ৩টি শহরেও চালানো হয়েছে মিসাইল হামলা, হয় গোলাবর্ষণও।
এদিকে, সংঘাতের মধ্যেই আবারও বাড়লো রাশিয়া-ইউক্রেন শস্যচুক্তির মেয়াদ। জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় বুধবার এ ঘোষণা আসে। আগের চুক্তিটির মেয়াদ শেষের মাত্র একদিন আগে সমঝোতা হয়।
এসজেড/

