Site icon Jamuna Television

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট চালুর সিদ্ধান্ত

উত্তরাঞ্চলে বিদ্যুৎ সংকটের মুখে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট সাময়িকভাবে চালুর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেছেন, কেন্দ্রের সংরক্ষণ বিভাগের ব্যবস্থাপক মাহবুব উদ্দিন আহমেদ।

তিনি জানান, বড়পুকুরিয়া খনি থেকে এরইমধ্যে অল্পকিছু কয়লা সরবরাহ করা হয়েছে। সেই কয়লা দিয়ে কোরবানি ঈদের সময় বিদ্যুতের ঘাটতি মোকাবেলায় দুই নম্বর ইউনিট চালু করা হবে। যে পরিমাণ কয়লা মজুত আছে তা দিয়ে সর্বোচ্চ পাঁচদিন ইউনিটটি চালু রাখা সম্ভব হবে।

একশ’ ২৫ মেগাওয়াট ক্ষমতার এই ইউনিট থেকে ৮০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের আশা করা হচ্ছে। বড়পুকুরিয়া খনির কয়লা উধাও ঘটনার পর বন্ধ হয়ে যায় তাপবিদ্যুৎ কেন্দ্রটি। এর পরপরই বৃহত্তর রংপুর অঞ্চলে দেখা দেয় তীব্র বিদ্যুৎ সংকট।

Exit mobile version