Site icon Jamuna Television

গ্র্যাজুয়েশনের ৮০ বছর পর সমাবর্তনে উপস্থিত শতবর্ষী ‘ছাত্র’

গ্র্যাজুয়েশন শেষ ৮০ বছর আগে। অথচ স্নাতক পাশ করার আট দশক পর সমার্বতনে অংশ নিলেন আইওয়া’র শতবর্ষী এক নাগরিক। বুধবার (১৭ মে) বিরল এই ঘটনার সাক্ষী হলো যুক্তরাষ্ট্র। খবর ফক্স নিউজের।

১৯৪৩ সালে কর্নেল কলেজ থেকে শিক্ষা জীবন শেষ করেন ফ্রেড টেইলর। মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধে সৈন্য হিসেবে যোগ দেয়ায় সমাবর্তন বা সার্টিফিকেট গ্রহণ করতে পারেননি সেসময়। তাই অসমাপ্ত সেই কাজ অবশেষে সম্পন্ন করলেন টেইলর। বর্তমানে তার বয়স ১০১ বছর।

সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টেইলরের পুরো পরিবার। অতিথি এবং বর্তমান শিক্ষার্থীরাও করতালির মাধ্যমে তাকে অভিনন্দন জানান। অনুভূতি প্রকাশের সময় টেইলর বলেন, এতোদিনে সমাপ্তি ঘটলো শিক্ষা জীবনের। মনে হচ্ছে, সম্পন্ন হলো একটি অধ্যায়।

এসজেড/

Exit mobile version