Site icon Jamuna Television

বন্যায় বিপর্যস্ত ইতালির একাংশ, নিহত ৯; বাস্তুচ্যুত ১৩ হাজার

ইতালির উত্তরাঞ্চলে আকস্মিক বন্যা-ভূমিধসে ৯ জন প্রাণ হারালো। বৃহস্পতিবার (১৮ মে) পর্যন্ত বাস্তুচ্যুত হয়েছেন ১৩ হাজার বাসিন্দা। খবর রয়টার্সের।

সবচেয়ে ক্ষতিগ্রস্ত এমিলিয়া রোমাগনা শহর। তলিয়ে গেছে রাস্তাঘাট, ঘরবাড়ি ও ফসলি জমি। অনেকেই আশ্রয় নিয়েছেন বাড়ির ছাদে। সেখান থেকে, নিরাপদ আশ্রয়ে সরানো হয়েছে ৫ হাজার অধিবাসীকে। জরুরি উদ্ধার কাজে ব্যবহৃত হচ্ছে হেলিকপ্টারও। তাছাড়া সেসেনা এবং ফোর্লিও ফায়েনজা শহরও বিপর্যস্ত।

দেশটির জাতীয় আবহাওয়া অধিদফতর জানিয়েছে, গেলো ৩৬ ঘণ্টায় অঞ্চলটিতে ৫০৮ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যা বার্ষিক মোট বৃষ্টিপাতের অর্ধেক। তাছাড়া অঞ্চলটির প্রধান নদীগুলোর পানি বইছে বিপৎসীমার ওপর দিয়ে। বন্ধ রাখা হয়েছে স্কুল, স্থগিত ট্রেন চলাচলও। গুরুত্বপূর্ণ বেশকিছু সড়কপথেও যান চলাচল বন্ধ।

এটিএম/

Exit mobile version